শরীয়তপুর প্রতিনিধি
গতকাল সোমবার (১৭ মার্চ) সকালে সখিপুর থানার ডি এম খালী ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত দ্বীন ইসলাম একই এলাকার মৃত হযরত মীরের ছেলে।
এলাকাবাসী জানান, দ্বীন ইসলাম মীরের সাথে ২৪ শতাংশ জমি নিয়ে বছর ধরে একই গ্রামের আপন চাচাতো ভাইদের মামলা চলছিল। সোমবার সকালে চাচাতো ভাই কালু মীরসহ বেশ কয়েকজন সেই খেতের গম কাটছিল খবর পেয়ে দ্বীন ইসলাম বাঁধা দিলে একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায় কালু মীর ও তার লোকজন, পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
নিহতের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে আজ শরীয়তপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।