জীবনে নিরাপত্তা চায় ড্রিম হাউজ কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক নাসিরুদ্দিন।
মাদারীপুর প্রতিনিধি।
জীবনে নিরাপত্তা চায় ড্রিম হাউজ কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক নাসিরুদ্দিন।নিরাপত্তাহীনতায় ড্রিম হাউজ কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠাতা পরিচালক নাসির উদ্দিন আকন মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের এক নং ওয়ার্ডে ড্রিম হাউস কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক মৃত নাজিম উদ্দিন এর ছেলে নাসির উদ্দিন আকন এ অভিযোগ করেন তিনি আরো বলেন প্রভাবশালী সন্ত্রাসী মাহবুব আকন বাহিনীর দের সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ থাকায় গত ৬ মার্চ তাদের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসার কথা ছিল আমি ও আমার ছেলে আব্দুল্লাহ আল রিফাত আসতে একটু দেরি হওয়ায় কারণে তারা আমার উপর চড়াও হয় এবং আমি ও আমার সন্তানের উপর, মাহবুব আকন পিতা মজিবুর রহমান আকন, মফিজ আকন পিতাঃ মোহাম্মদ উল্লাহ আকন, আনোয়ারা আকন পিতা নুরুল হক আকন,আসিফ আকন পিতা আনোয়ার আকন, স্বপ্ননিল আকন পিতা মাহবুব আকন সহ আরো ৫-৭ জন আমাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে এই হামলায় আমার ছেলে গুরুতর আহত হলে তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠাই এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দেই মামলা নং ১২৭/২০২৫ এই মামলার আপস নামার জন্য এখন আমায় তারা বিভিন্নভাবে প্রেশার দিচ্ছে আমার জীবন নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমার প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনের কাছে আমি সহযোগিতা চাই যেন এই চিহ্নিত আসামিদের গ্রেফতার করা হয়।