নিজস্ব প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৫
শরীয়তপুর নড়িয়া উপজেলায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে নড়িয়ার বিশিষ্টজন ও জনশক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ই- মার্চ ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০০০ হাজার মানুষের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার কৃতি সন্তান অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, সেক্রেটারি জেনারেল এনডিএফ ও এমপি পদপ্রার্থী শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মুহা. আব্দুর রব হাসেমী
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কাজী আবুল বাশার, আমীর নড়িয়া উপজেলা পূর্ব
উক্ত অনুষ্ঠান সঞ্চালন ও ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন
নড়িয়া উপজেলা পশ্চিম এর আমীর, ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম
বক্তারা মাহফিলে ইসলামী চেতনা, রমজানের তাৎপর্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জনসাধারণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত অতিথিরা বলেন, ইফতার মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতিফলন। অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।