কুবি প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার মহাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক এর সভাপতি মো: নাইমুর রহমান ভুইঁয়া, সহ-সভাপতি মাহফুজুল আলম আলভী, সাধারণ সম্পাদক সোহানুল ইসলাম শাওনসহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাইদ হাসান ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি মো: নাইমুর রহমান ভূইঁয়া বলেন,”সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়” একটি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন। আমরা ক্যাম্পাস টর্চার ওয়াচডগ হিসেবে কাজ করি। একজন শিক্ষার্থী যেনো স্বাভাবিক এবং নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে সেটি নিশ্চিত করাই আমাদের কাজ। আমরা বিগত সময়ে যারা ক্যাম্পাসে নির্যাতিত হয়েছে কিংবা হবে তাদের ডকুমেন্টেশন করা, সেগুলো মানুষের সামনে তুলে ধরা এবং সেগুলোর বিচার নিশ্চিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট চাপ প্রয়োগ করা নিয়ে কাজ করবো। আজকের ইফতার আয়োজনের মাধ্যমে আমরা সকল সদস্যদের এই বার্তাই দিয়েছি। ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস বিনির্মান করা আমাদের অঙ্গীকার।
ইফতার মাহফিলে সংগঠনের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।